জীবন প্রান্তে বয়স ভারে
মনে উদয় কী করলাম হায়!
শুধু কি সময় পার করে,
আমি কি মৃত্যুর দোর গোড়ায়?

কি দিলাম এ বিশ্বে আমি?
কি রইলো আমার অবদান?
মানুষ কে কতটা বেসেছি ভালো?
কতটা করেছি শান্তি নির্মাণ?

ভয় সঞ্চার হয় এই মনে
আমার কর্মে কে পেল ব্যথা?
না জানি কার বুকে লেগেছে আঘাত,
আমার মুখের শব্দ কথা।

এ বিশ্বে  মানুষকে দেওয়া ব্যথা
মানুষ যদি ক্ষমা না করে।
পালন কর্তা করবে না ক্ষমা,
পরকালে মৃত্যুর পরে।

যেদিন  দুচোখ  বুজে
স্পন্দনহীন শরীর হবে শীতল।
কর্ম যদি হয় ভালো
তবেই মানুষের চোখে আসবে জল।

মৃত্যু পরে মানুষ যদি না রাখে মনে
কিসের ন্যায় বাঁচা হল তবে?
কর্ম গুন এমন হয় যেন
হৃদয়ে স্থান দেয়  সবে।

হে আমার প্রতিপালক
আমায় তুমি ক্ষমা কর।
যা কিছু করেছি পাপ
তা আজ পুণ্যে ভর।