ধরণীর বুকে বেঁচে আছে যারা জন্মিছে সবে একা।
কর্ম শেষে ফিরতে হবে আবার রয়ে যাবে শুধু দেখা।
এ পৃথিবী এক রঙ্গমঞ্চ চলে পাওয়া না পাওয়ার খেলা।
কত কষ্ট দাগ কাটে বুকে ব্যর্থ হয় কত স্বপ্নের মেলা।
যে ইচ্ছে মনে জাগে বেলা শেষে হয়না তো সে পাওয়া।
শুধু দীর্ঘশ্বাসে বিদায় নেয় সময়ে বয়ে যাওয়া ঐ হাওয়া।
কখনো অভিপ্রায় অতি কাছে এসে দূরে চলে যায়।
তখন ক্লান্ত মন না পাওয়ার বেদনায় করে শুধু হায় হায়।
দুর্দিন দুর্দশা ক্ষতের প্রলেপে ক্ষণে ক্ষণে ফিরে আসে।
জীবন বড় ভঙ্গুর সম চোখের জলে হৃদয় ভাসে।
ব্যথার পর ব্যথা জীবন কে করে ফেলে একঘেয়ে।
না চাওয়া তেও দুঃখ যেন শ্রেয় আসে যেন তরী বেয়ে।
ঘাতে, প্রত্যাঘাতের পরিহাসে জীবন হয়ে যায় পাথর সম ।
সুখের আলো দূরে চলে যায়,মিলবে না বুঝি জীবনের শেষ তম।
চড়াই উৎরাই জীবনের এ খেলায় মেতেছি আমরা সবাই।
বিফল হলেও হাল ছাড়া যাবে না বুঝেছি আজ তাই।
………….