জাত গেলো, জাত গেলো
জাতের নামে করে মারপিট।
জাত গেছে অনেক আগে
খুলে গেছে ধর্মের গিঁট।

ছোঁয়াছুঁয়ি  ঠেকাঠেকি
জাত যাওয়া এতো সোজা?
ধর্মের গোঁড়া, ধর্মের খোঁড়া
বয়ে চলে ধর্ম বোঝা।

টাকা কোন জতের মশাই!
টাকার আছে কি কোনো ধর্ম?
হিন্দু মোল্লার ছোঁয়া-ছুয়িঁর ভয়ে
টাকায় কি কেউ পরিয়েছে বর্ম?

মোল্লার পকেটে যে টাকা
সেই টাকা হিন্দুর সিন্দুকে।
এর বেলা কি বলে?
গোঁড়া আছে যত নিন্দুকে।

হালাল কশাইয়ের টাকা
হাত ফেরত হলে পরে,
কোথা গিয়ে ঠাঁই পায়!
কে জানে কার কার ঘরে।

দেখো, মুক্ত হস্তে করে দান
মন্দির মসজিদ যত দানক্ষেত্র।
জাত যাওয়া নয় এতো সোজা
সবার আগে মানুষ সত্য।