মানুষ আজ অশ্রু ঝরায়
বৃষ্টি নামার অধীর অপেক্ষায়।
কেটেছে গাছ বুজিয়েছে পুকুর
আঁচড় কেটেছে প্রকৃতির গায়।
কখনো ভাবেনি বুঝেও বোঝেনি
করেছে গাছ হত্যা নির্বিচারে ।
নুইয়ে পড়েছে মাথা আজ
তীব্র গরমে কষ্টের ভারে।
সভ্যতার উন্নতি চরম শিখরে
পৌঁছে গিয়েছে মানুষ চাঁদে।
প্রকৃতিকে করেছে দূষণে জর্জরিত
প্রতিক্রিয়ায় মানুষ পড়েছে ফাঁদে।
সময় আছে এখনো বন্ধু
প্রকৃতিকে নূতন ছন্দে ফেরাবার।
এসো করি দৃঢ় সংকল্প
বৃক্ষ রোপণ দায়িত্ব তোমার আমার।