কেউ পোষে বদ্রি পাখি, ___কেউবা পোষে টিয়ে
আমি এক অবুঝ ছেলে , ___পুষে ছিলাম ফিঙে।
পথের ধারে কুড়িয়ে পেলাম, ___ঝোপের এক ধারে
ছোটো খাটো ছিলো সে, ___রূপে এক বাহারে।
পারেনা সে হাঁটতে উড়তে , ___পড়েছিল না খেয়ে
কুকুর বিড়াল খাবে বলে , ___আসছিল তারে ধেয়ে।
দুঃখ হল তার প্রতি , ___তুলে নিলাম হাতে
যত্ন করে রাখব তাকে , ___সর্বক্ষণ আমার সাথে।
কালো রঙের দেহ তার , ___লেজটি আবার চেরা
চোখ দুটি ঘন কালো,___ দেখতে বড় বেচারা।
খাঁচার মধ্যে রাখি তারে,___ উঁচু এক জায়গায়
আনন্দে সে আপন মনে , ___কিচিরমিচির গান গায়।
পোকামাকড় ছাড়া সে আর, ___কিছু খায় না
দিতে হবে এনে তাকে , ___জুড়ে দেয় বায়না।
মাঠ থেকে এনে দিতাম, ___জ্যান্ত অনেক ফড়িং
খেয়েদেয়ে মন প্রাণ খুলে, ___লাফাতো সে তিড়িংবিড়িং।
ভীষণ ব্যস্ত সেদিন আমি , ___গিয়েছিলাম দূর স্কুলে
উঁচু জায়গায় পাখির খাঁচা,___রাখতে গিয়েছিলাম ভুলে।
বাড়ি ফিরে আগে আমি,___ খোঁজ করি যাকে।
আস্ত এক দারাস সাপ , ___খেয়ে ফেলেছে তাকে।
কান্নায় তখন আমার বুক, ___ জলে ভেসে যায়
সামান্য ভুলে পাখিটা একি, ___ক্ষতি করলাম হায়।
রাগে আমার চোখ গোল,___গরম হলো মাথা
পাস থেকে তুলে নিলাম, ___শক্ত এক বাতা।
তখনো দেখি দারাস সাপ, ___খাঁচার মধ্যে আছে
মারবো বলে এগিয়ে গেলাম,___সেই সাপটির কাছে।
পেট মোটা কালো সাপ , ___বেরোতে আর পারেনা
প্রাণপণে করে যায় চেষ্টা , ___ত্রুটি সে করেনা ।
আমায় দেখে সাপ বেটা , ___বড় ভয় পেয়েছে
প্রাণ যাবে আজ তার,___ আগেই বুঝে নিয়েছে।
বাতা উঁচিয়ে এমন সময়,___ মারতে যাব তাকে
মা অমনি খুব করে , ___বকে দিল আমাকে।
করিস কি অবলা প্রাণ,___ মারিস কেন পাছে
করেছিস তুই বড় ভুল,___ তার দোষ আছে?
অবলা প্রাণ মেরে তুই ,___করিস কেন পাপ’টা
উঁচু্তে রাখলে ওই খাঁচা, ___হতো এমন কাজটা?
-------=+{--}+=-------
//রচনা: ৩ মে ২০১৮//