ভগ্ন হৃদয় কেঁদে ওঠে বদ্ধ জানালার পাশে
বাক রুদ্ধ হয়ে কেবলি দুচোখে কান্না ভাসে।
স্মৃতিরা দূর থেকে দেয় পিছে ফেলে হাতছানি
শুদ্ধ কল্পনা গুলো হারিয়ে যায় মনমানি।
থিতিয়ে পড়ে দুঃখগুলো স্বচ্ছ জালে
উপছে পড়ে কষ্ট বাধা মানে না আলে।
তখনো শান্তনা দিই দুচোখ বুজে
নিয়ে একটু আলোর আভাস খুঁজে।
দুঃখ আছে বলে উপলব্ধি সুখ
পুনরায় আশার কল্পনা দিয়ে বাঁধি ভগ্ন বুক।
//১ নভেম্বর ২০১৭//