বাবু হাঁকেন জোর গলায়
কর্মীরা সব কুঁড়ে।
এই ভাবে কাজ হলে
ব্যবসাটা যাবে কখন মুড়ে।
ভয়ে ভয়ে আছে সব
কখন যে কার কাটে মাহিনে।
বাবুর আছে সব জানা
টাকা কাটবে কোন আইনে।
ছুটি ছাটা নেই কারো
যদিও যেটুকু আছে বরাদ্দ।
সেটুকুও মেলে নাকো
নেই কারো মুখ খোলার সাধ্য।
শেষমেশ বছর শেষে
অধিবৃত্তির সময় আসে।
বাবু বলেন ব্যবসা ভারি মন্দা
অধিবৃত্তি হবে না এই বারো মাসে।
বছর বছর খেটে মরে
পদোন্নতি উন্নতি সব চুলোয়।
কর্মীর পেটে লাথি পড়ে
তাদের স্বপ্ন মেশে ধুলোয়।
ভারি দুঃখে কাটে দিন
সঞ্চয় বলে নেই কিছু।
সংসার চলে বড়ই টালমাটালে।
দেনা ছাড়ে না পিছু।
বাবু আছেন দিব্যি
গাড়ি বাড়ি দুই থেকে চার।
কর্মীরা সব ভেঙে পড়ে
বইতে পারেনা জীবনের ভার।