আমি এক ফোঁটা অশ্রুকণা মাত্র।
অতি ক্ষুদ্র নগণ্য জল কণা।
আমাকে বিসর্জন কর তুমি।
তোমার হৃদয় নিংড়ানো বেদনার বহিঃপ্রকাশে।
যেখানে তোমার পবিত্র বেদনার আধার।
হারিয়ে যাওয়া অস্পষ্ট ধোঁয়াশা।
তুমি পার না আর আড়াল করে রাখতে।
শুধুমাত্র চিহ্ন রেখে যায় বেদনার ঘনঘটা।
সেই আমি, এক ফোঁটা অশ্রুকণা।

আমি বন্যা হয়ে নামি তোমার দু চোখে।
যখন তুমি ক্ষুধার  হও প্রতীক।
ক্ষুদ্র ক্ষুদ্র জমে ওঠা খিদে,
আঁধার হয়ে ওঠে তোমার জীবন।
জীবনের ব্যর্থতা তোমার যখন হয় একমাত্র সঙ্গী।
করুণা যেখানে শুধু পরিহাস।
আমি উপস্থিত হই তোমার সঙ্গ দিতে।
ক্ষুধা হয়ে জমে উঠি তোমার দু চোখে।
আমি,আমিই সেই এক ফোঁটা অশ্রুকণা।

আমি প্রেমের আবেগ নিয়ে ঝরে পড়ি তোমার ঐ চোখে।
আকণ্ঠ প্রেম যেখানে হয় মিথ্যা।
পড়ে থাকে আধারের অন্তরালে।
সময় সাক্ষী থাকে বালির বাঁধ সম।
মিথ্যা মনে হয় জীবনের বেঁচে থাকা।
চারিদিক অসহায় ধোঁয়াশায় পূর্ণ।
প্রেম লাভে ব্যর্থ যখন তুমি,
পবিত্র প্রেমের চিহ্ন স্বরূপ আমি তোমার দু আঁখিতে,
হ্যাঁ আমিই সেই, সেই আমি এক ফোঁটা আশ্রুকণা।

আমি খুশির উল্লাসে প্রবাহমান তোমার দুচোখে।
বাঁধন ছাড়া আনন্দের ছায়া।
হৃদয় পুলকিত প্রিয় জনের ফিরে পাওয়া।
আঁধার ছাড়িয়ে আলোর রেখা।
বাঁচার নতুন পথের দিশা।
পূর্ণ আলোকিত হৃদয় চঞ্চল।
আমি উপস্থিত হই আনন্দের ডালি নিয়ে।
আনন্দের প্রলেপ আঁকি তোমার দু চোখে।
আমি সেই পরিচিত এক ফোঁটা অশ্রুকণা।

আমি দুঃখের ধারা নিয়ে তোমার দু চোখে।
প্রিয়জন হারানোর শোক।
চিরতরে হারিয়ে যাবার উপায় মৃত্যু।
বিদায় পৃথিবী থেকে চিরতরে।
স্বপ্ন স্মৃতি রেখে যায় তোমার বক্ষে।
ক্ষণিকের আঁধার গ্রাস করে তোমায়।
বুকফাটা হাহাকার স্তব্ধতা,
সমষ্টি বেদনার প্রকাশ স্বরূপ সেই আমি,
হ্যাঁ, আমি,আমিই সেই এক ফোঁটা অশ্রুকণা।
                --------------