একদিন তোমার খোঁজে
মনে মনে একান্তে হারিয়ে
বনে বনে খুঁজে গেছি
প্রস্ফুটিত প্রেমের গোলাপ
সিঁড়ি ভাঙতে ভাঙতে
বছর ডিঙিয়ে
নিজের অজান্তে পার করেছি
অনেক গুলো বসন্তের রাত
স্কুলের সরস্বতী পূজায়
রঙিন শাড়িতে
যাকে খুব ভালবাসলাম
সে একদিন অমলের গোলাপ হাতে
ভ্যালেন্টাইনস কবিতা হলো
তারপর কলেজে
সুনয়না আঁচড় দিল বুকে
হৃদয় ভাঙা বুকে
তখন খুশির টুংটাং জলতরঙের সুর
আমার আমিত্বকে অন্ধকার ঠেলে
নিয়ে এলাম তার জন্যে
বাগান ডিঙিয়ে এক লাল টুকটুকে রক্ত গোলাপ
একহাতে গোলাপ
আর একবুক কম্পিত প্রত্যয়
সে ও শিহরিত হল,
তারপর ভাঙা ভাঙা গলায় বলল
আমার বিয়ে ঠিক হয়ে গেছে
মাটিতে মিশে যেতে চেয়েছিলাম সেদিন
সে বলল সব ম্যানেজ হয়ে যাবে
শেষে সে বধূবেশে
ম্যানেজ করতে চলে গেলো শ্বশুর বাড়ি
তারপর অনেক গুলো বছর কেটে গেলে
হাতে রাইফেল, বেয়নেট
আর মাথায় হেলমেট
আমার প্রেম অনাবিল ছুটছে
জংলা পোশাক ছোঁয়া আর্মির ট্রাকে
এমনি এক গোলাপ বিনিময়ের দিন
সশব্দে যখন বুলেট এফোঁড় ওফোঁড় করে গেলো
নিদারুণ যন্ত্রনাময়
গুলিবিদ্ধ রক্তাত্ব শরীর
দ্রুত সাইরেন ,কুঁকড়ে ওঠা দেহ
তখন আমি রঙিন ফাগুন মাখা
প্রেম বড় অর্বাচীন
শুয়ে আছি অন্তিম শয্যায়
দেশের মাটিকে ভালবেসে
তোমার দেওয়া ভ্যালেন্টাইনস এর গোলাপ
ছুঁড়ে দিও চুমু দিয়ে
আমার শেষ শয্যার শহীদ মিনারে।