মেপে যাওয়া সময়,অতল কই?
ভাবতে ভাবতে নতুন দিনের ভোর
আগামী এঁকে দেয় বার্ধক্যের চুমু
ভালোবাসা বুকের ফসল
আশা বসে উচ্চাশার মসনদে
চোখে সর্বদা স্বপ্নের জলকেলি
এসো তার দু একটা নিয়ে
না হয় সুখের আবাদ করি
চোখে যারা খুব বেশি দেখে
প্রতিবাদে মৌনমুখর
তাদের বিষদাঁত বন্দী ঘরের সিন্দুকে
চায়ের আড্ডায় সীমাবদ্ধ প্রতিবাদ
কে কাহার ও অধিকারে
অহংকারের সীমা যাবে ছাড়িয়ে
চলছে নিত্য সর্বনাশের খেলা
খেলা নয় আহুতি অর্থনাশের
শুধু শিক্ষার অনাদায়ী হাহাকার
তবু চেতনা মাঝে মাঝে
বুকে দিয়ে যায় নাড়া
বিবেক তবুও ঘুমিয়ে তখন
খুলছে জটের মস্ত তালা
তালা খুলতে চাবি ওয়ালার খোঁজ
যে ফেরারী হয়েছে বহুকাল
খুঁজতে খুঁজতে আরো কয়েকটা ভুল
জীবনের ভুলভাল
পরের জন্যে নয়, মনের লাগি
আমি করে যাবো ঋণ
যে ঋণে তোমার চেতনা হলে
আমার খুশির দিন
আমি তোমাদের ভিড়ে মিশে
তোমাদের কাছে বসে
এগিয়ে দেবো ভালোবাসার লিফলেট
সে বিতরণে তুমি যথার্থ মানুষ হলে
আমার মস্ত ভেট
আমার মস্ত ভেট।