যাইবার নাহি সাধ, তবুওতো যেতে হবে।
আমি যাবো বলি শিশু, দুবাহু বাড়ায়ে ধরে।
ছোটো শিশু ভাবে মনে, বাবা কোথা চলে যায়।
যাইবার কালে তাই ছাড়িতে উপায় নাই।
বাবা আমি যাবো বলে, সবেগে ঝাঁপিয়ে পড়ে।
চোখেতে দুফোঁটা নিয়ে, মা এসে টানিয়া ধরে।
আসিব আবার বলে, টা টা করি যেই,
আঁচলে লুকায়ে মুখ, ফুঁপিয়া কাঁদিল সেই!
পিছু ফিরে, সব ফেলে, চলি মোর কাজেতে।
তারপর কিযে হল, শোনা কথা ফোনেতেই।
রাখিতে পারিনি ধরে, অধিকার চিরকাল।
ছোট্ট অবুঝ শিশু, ফেলে কোন মায়াজাল ।
সব কিছু চায় কাছে, কোন অধিকারে?
শুধু মোহ, শুধু স্নেহ, সংসার স্বাধিকারে।
তবুওতো যেতে হবে চলি দূর দেশে
কর্মের অজুহাতে, অথবা যে আয়ু শেষে।
--------------*****--------------