এখন বদ্ধ ঘর ,বারান্দায় মুক্তি
খোলা আকাশ ভরা মেঘ
টুপটাপ ঝরা বৃষ্টি
আমরা মনে সুপ্তি
একদিন ছিল ,আমি উন্মুক্ত
পাখি দিত শীষ ,ডানা ঝাপটায়
উদ্দাম - উল্লিপ্ত
আমি ছিলেম মুক্ত
মেললেই চোখ ,ছিল চির সবুজ
ঘর-বারান্দা ,গাছ-গাছালি
রোদজলে খেলা অবুঝ
হৃদয়ে জ্বলা পিলসুজ
ছিল স্নেহের পরশ ,ভাললাগার আদর
পুতুল পুতুল খেলা ,পুতুল বিয়ের আসর
ভাঙলো খেলার ঘর
আমার মিলন বাসর ।