সেদিন ভেজা প্রকৃতির ভোরে
সাধের খঞ্জনা , আঁচল পেতে বাসায়
ছোট্ট ছানাদের শোনালো ক্ষুধা নিবারণের গান
আমার মা তখন
ভিজে কাঠের জ্বালে ফুঁ দিতে দিতে ক্লান্ত
আগুন জ্বালানো দায়, পেটের আগুন নেভেনা তায়
তবু আমি বৃষ্টি কে ভালোবেসে
হাত বাড়াই , খড়ের চালের বাইরে
যেখানে টুপ টুপ চুঁয়ে পড়া জল, ঝরে অবিরল
সেদিন ও বাবা নেইনিকো অবসর
আকাশে গুড়গুড় মেঘদের শব্দ নিনাদ
ছুটে গেছে মাঠে , যদি ভেঙে যায় বাঁধা আল
কৃষকের নাম আজ কেবা মনে রাখে
রক্তের দাম , ঝরে গেছে ঘাম , নগর হয়েছে হালে
সুফলা জমিতে আজ ভরে গেছে লোভ লালসার নোনাজলে
তবু আমি বৃষ্টিকে ভালোবাসি,
এখনো পিচ রাস্তায়, খুঁজি ডুবে থাকা জলে
মানুষের টান, সম্পর্কের অবক্ষয় হয়েছে কেমন তলে তলে ।