জ্বলছে যখন পেটে আগুন
বুকের ফাগুন শিক কাবাব,
সংসারে আজ কলুর বলদ
দুই পেগে হই শাহী নবাব ।
ঘরের বিবির ছেঁড়া কাপড়
পরের বিবি পাটরাণী,
দূধ না যুটুক কোলের শিশুর
মোবাইলে ফুটফুটানি।
আমার জীবন এলোমেলো
জগতে সব খোলামেলা,
রোজ কামাই এ দিন আনি খাই
জমানো নেই কিছুই তোলা।
ভাবনা গুলো শিকেয় ভরে
কষ্ট ঘুমে যাই এলিয়ে,
নষ্ট হওয়া এ মন শরীর
সংসার সুখে যাই বিলিয়ে।
-------****--------