জীবন পুরের হাটে,
যথা সাধ্য মতে
পসরা সাজায়ে
কেবল ভাবের বেচাকেনা
দিনশেষে হেরি ,
সঞ্চয়ের কড়ি
ভব পারাবারে তাহা
হইলো ধূলিকণা
গড়া তাসের ঘরে
বিষয় আশয় ঘিরে
হীরে মাণিক জমানো ধন
রইল সবই পড়ে
প্রাণের আপনজন
মিছে মায়ার বাঁধন
একা এলো একা যাবে
কায়ার শরীর ছেড়ে
নিজের প্রাণ পাখি
যতই যত্নে রাখি
একদিন পাখি উড়ে যাবে
সব শূন্যতা মাখি