অনেক স্বপ্ন ছিল চোখে,
অনেক আশা ছিল বুকে,
একদিন দিগন্ত রেখা ছুঁয়ে দেখবো!
একদিন সুদূর নীলিমায় চোখ তুলে,
আকাশের বুকে মেঘের ছাদে মাথা ছুঁয়ে ,
নিজের অস্তিত্ব দিয়ে একপশলা বৃষ্টি হবো!
অঝোর ঝরে তোমার মনের আঙিনা ভেজাবো
তোমার ঘর, বারান্দায় আমার ইচ্ছের নৌকা ভাসাবো ।

অনেক ইচ্ছে নিয়েই আজো বাঁচি ।
চোখের সাগরে এখনো ,
পৃথিবীর রূপের গভীরতা মাপি।
ছুঁয়ে ছুঁয়ে এখনো স্পর্শ সুখ নেই
ঘ্রাণে ঘ্রাণে সুবাসিত এখনো মদিরতা পাই ,
বুকের ভালোলাগার কারখানায় এখনো ভালবাসা তৈরী করি।
এখনো কাঙালী হয়ে স্নেহ , মমতা বুকের স্তরে স্তরে আগলে রাখি ।

যতদিন এই জীবন দেহকে আগলে থাকবে -
ততদিন আশা কামনা,বাসনার অপূর্ণতা নিয়ে,
মনে ব্যথা পাবো,  বিরহী আর বিবাগী হবো।
তারপর একদিন সবাইকে আমার সব কিছু বিলিয়ে-
আমি  ক্রমশঃ অস্তিত্ব হীন হতে হতে নিঃস্ব হবো,
এক অর্বাচীন মুহূর্ত্বে কোনো দূরদেশে
অথবা গভীর রাতে আমি আকাশের তারা হবো!
তারপর তোমার চোখের নোনা জলে
কয়েক পল জ্বলে উঠে মুক্ত হবো।
-----------****-----------