ভোরের সোনালী রোদ ছুঁয়ে যায়
জানালার ফাঁক হতে মোর দেহ খানি
সে সোহাগে ঘুম ঘোরে হেসে উঠি
ভাবি এত খুশি কে আনিলে আজ --
বহুদিন আগে করেছি যে ভুল, মহা ভুল
কাজ কাজ করে ধেয়ে গেছি যার পানে
প্রিয় ভেবে বুকে ধরেছি আমি যারে
সে শুধু খনিক মায়া, একমুখি ,স্বার্থপরতা
দেখা হয়নি মোর চারপাশে যারা ভালোবাসে
বোঝা হয়নি সবুজের মমতা, মাটির বাৎসল্য
রঙিনের ভালোবাসা, নীলের বিশালতা
কান পেতে শুনিনি কলতান আর অগনন পদধ্বনি
বুক ভরে নেয়নি আজো সম্পূর্ণ নির্মল দীর্ঘশ্বাস
অসীম পবিত্র যে স্নেহ জন্মেই অধিকার
সে বন্ধন আমি দুহাতে ছিঁড়তে চেয়েছি বোধহয়
আজ সোহাগে বুলায়ে রোদ ,মায়ের মমতা মাখা
কানে কানে শুনায় অমোঘের বাণী.
ফিরে আয় ফিরে আয় ফিরে দেখ
তোর হৃদয়ে থাকা প্রেমের মাতৃভূমি ,