নিঃঝুম রাত
পলকা ঘুম
হয়তো স্বপ্ন আসবেনা
নীলচে আলো
বাসছে ভালো
তোর কামনা জাগছে না
বুড়ো বাবা
রোগের থাবা
খক খক কাশছে খাটে
রাত পোহালে
কাল হেঁশেলে
কি জানি কি খাবার জোটে
চাকরি কোথা
হাঁটাই বৃথা
তোর বাবা তাই বিয়েই মানা
তার উপরে
দিন দুপুরে
লকডাউনে ব্যবসা কানা
বুড়োর টাকায়
তিন পেট খায়
জমা টাকায় আর কতদিন
মরছে চাষা
সুখের আশা
আবার কবে আসবে সুদিন ।