দীর্ঘ বয়স জীর্ণ করে ,
এসেছি বিজন ঘরে
চিনেছি আপনারে এতদিন পরে
বহিরাঙ্গে সুখ, কেবলি অসুখ
চোখের কামনা , মদির বাসনা
চিরকাল কেহ রাখিতে পারেনা ধরে
চিনিতে চাহেনা কেহ আপনারে
নারীতে পুরুষ ,পুরুষে নারী
প্রণয় পাগল হৃদয় নিঙাড়ি
মিলন আখরে চিরকাল যায় ঘুরে
মিলন শরীরে , কামনার তীরে
ডুবিয়া ডুবিয়া যায় মরে
চিনিতে চাহেনা প্রেম সত্যিকারে
রূপের ও দেমাগ ,অশুভ স্বভাব
ক্ষণভঙ্গুর ভবে কে মনে রাখে কার
কেবলি বিলায়েছে যে প্রাণ পরের তরে
মানুষের মনে , আপনারে এনে
নিয়েছে আসন সিংহাসন টেনে
চিনেছে সেজন সঠিক আপনারে
মোহের বিনাশে, উত্তরণ শেষে
অস্তিত্ব যখন জনপদে যায় মিশে
মানুষের আর থাকেনা কিছু করিবারে
ত্যাগের বাসনা, ভজন সাধনা
ঈশ্বরের লাগি করে যে যাচনা
কেবল মোক্ষ আশা চিনিবার পরপারে।