যদি বেঁচে যেতে পারি আরও কয়েকটা বছর
দেখে যাবো আরও কয়েকটা শ্রাবন
এই পৃথিবীর বুকে চোখ রেখে
বাষ্পগুলো জমে জমে মেঘের স্তুপ হয় - বহুকাল
পাখিদের মত ডানা মেলে ভেসে যায় - কোন সুদূরে
আমার চোখ খুঁজে নেয় , কোন মেঘে বাজে পড়ে
আর কোন মেঘে নামবে বৃষ্টি ঝমঝমিয়ে
আমার ইলশে গুঁড়ি কখন ছুঁয়ে যাবে গা
মুগ্ধ হই , জানলা দিয়ে হাত বাড়াই
শুধু স্পর্শ চেয়ে বারেবার
ওই পাহাড় গুলোয় , খুব হিংসে হয়
প্রথম চুম্বন , কেন সে নেয় আমার আগে
কেন বিরহী করে , কেন বা এঁটো জলে
প্রেমিক হতে শেখায় অহরহ
হে বাষ্প - মেঘ - জল আমার দীর্ঘশ্বাস
ফোঁটায় ফোঁটায় স্পর্শ নিয়ে এসো
বাহিরের পানে ছুটে যাবো বড় রাস্তায়
বাতাসের বুকে নাক রেখে শুঁকে যাবো সোঁদা মাটির ঘ্রান
বিন্দু বিন্দু নেমে এসো আমার মুখে ,বুকে স্পর্শ উষ্ণতায়
ভেজাবো ঠোঁট ,ভেজাবো সারা শরীর
তারপর ডুববো আরো অতল গভীরে
তার ও পর খটখটে রাস্তা যদি ভেসে
যদি ডুবে হয়ে যায় একহাঁটু জল --
ভরা নদী ,আমি ভেবে নিতেই পারি
তুমি ও আসতে পারো খোলা চুলে
অবুঝ হয়ে ভাসাতে পারো কাগজের ভেলা
আর খেলতে পারো বৃষ্টি ভেজা খেলা
আমার সাথে সারা জীবন ধরে ।