এ চোখের কালিটাই গাঢ় !
গভীরতা নেই ।
ডুবতে চেওনা  !  
তাকিও না আর ,
ভালবাসবার মোহে ।
দিন ব্যস্ততায় -
রাত জাগা চোখ ,
অফুরাণ ঘুমে
সুযোগ পেলেই
ঢলে পড়বে
বালিশ কাঁথা ফেলে।

এ মুখের মুখোসটাই শুধু পড়ো    
মাধুর্য্য নেই !
প্রেমালাপ নেই !
কেবল রসকষ হীন
কর্কশতায় ভরা !
নিরলস বকবক  
সুরতাল হীন
লয়ের ওঠাপড়ায় ,
বোঝাপড়ায়
নির্বাক হতে চায় !
নির্জন এক কূলে  ।

এ দেহের চেহারাটাই কেবল বড়ো
বুকের কলকব্জা নেই !
তবুও যান্ত্রিক  
হৃদয় থাকলে ও
মন নেই  !
ভালো মন্দ থাকলেও
বোধ নেই !
প্রেম থাকলেও
সময় নেই !
আলাদা জগতে    
নিজের বলে কিছুই নেই !
তবুও সবার মাঝে
একথা যাই ভুলে ।

তবুও অন্ধকার ভেঙে
আয়ুক্ষয়ের ভোরে
একটু আশা আর
সুখের স্বপ্নে  
বিভোর হওয়ার আবেশ  
তোমার ক্ষণিক মুহুর্ত্ব !
ভালবাসার সান্নিধ্যে  
আমার ঘটে যায়
এ জনমের উত্তরণ  !
রটে যায় দিকে দিকে
তোমার আমার
জন্ম জন্মান্তরের
মহা মিলন ।
এরপর আর কি?
চলো দূরে সব পিছু ফেলে ।