যেটুকু আশা জেগেছিলো এতদিন
আজ তার গভীরে ক্ষত
ঠিক ফুসফুসে বিড়ির ধোঁয়ার কালচে চিহ্ন
আমাদের আনন্দ ফুর্তিতে শেষ
সমাজ , সংসার , দেশ সব অশুচি
অসুখ , আশংকা কেবল অনিশ্চয়তায় বাস
মেয়েটা স্কুল যায়না আইবুড়োর ধাড়ি
ছেলেটার বিনা পরীক্ষার ডিগ্রী
ভাতার তো নেশাড়ু হাড়হাভাতে ভবঘুরে
কমেছে বাবুদের বাড়ির কাজ
আমার হয়েছে যত জ্বালা
শখ আহ্লাদ ,পরা শাড়ি , যমের বাড়ি বন্দক
নিরুত্তাপে মোম গলেনা ,
শরীর বিনা দ্রবণে ও ক্ষরিত হয়
এসব সাতকাহন ভেবে আমি মরে যাচ্ছি ।