যে মুখে ঐ উঠিয়াছিল
দিল্লী চলো ধ্বনি
সে বীর সুভাষ ,আজ তোমার
চরণ দুখান খুঁজি
হীন বাঙালীর স্বাধীন চেতায়
বাড়িয়ে সেদিন বল
দেশ জননীর মুক্তি আশায়
গড়লে নতুন দল
আজাদীতে আজাদ হিন্দ
লড়লো হেথা-হোথা
সেই বাহিনীর মহানায়ক
তুমি আসল নেতা
ছুটেছিল ঘুম দুচোখে
ইংরেজ সরকারের
সুবিধাবাদী হাত মেলালো
তাদের দরকারে
ফন্দি ফিকির কুট কৌশল
চাইলো করতে অধীন
সব ব্যর্থ ,লক্ষ্য অটুট
করতে দেশকে স্বাধীন
জাতির বুকে জাগিয়ে আশা
হঠাৎ হলে উধাও
ভারতবাসী আজো খোঁজে
সুভাষ তুমি কোথায়
তোমার পথে ,স্বাধীন ভারত
দেখলো নতুন ভোর
ভারত বাসীর বুকের মাঝে
সুভাষ চির অমর ।