লিখতে পারি , আকাশ-তারা ঝর্ণা-ধারা
লিখব না তা
আঁকতে পারি , ফুলের বনে রামধনুতে রঙের চুমু
আঁকবো না তা
গাইতে পারি , ভৈরবী তান ইমন রাগে বিলম্বিত
গাইবো না তা
কইতে পারি , রূপকথা আর অন্ধসুখের গল্পগুলো
কইবো না তা
বাইতে পারি , উজান স্রোতে বৈভবের সব প্রমোদতরী
বাইবো না তা
আনতে পারি , নিজের জন্যে নীল কমলের বুক ভেজা জল
আনবো না তা
লিখব শুধু ওদের কথা , যাদের নেই দুমুঠো ভাত
কইবো তাদের গল্প ,যাদের ভাঙা ঘরের স্বপ্ন যে চাঁদ
আঁকবো আমি শীর্ণ-জীর্ণ , যে মানুষ ওই পথে ঘোরে
বাইবো দাঁড় , লক্ষ্য স্থির ! জীবন নদীর ঘূর্ণিপাকে
আনবো আশা , বাঁচার স্বপ্ন ! মানুষ যাতে ভালো থাকে ।