ওই মেঠোপথ
ওই বাঁকা আল
বুনো ফুলের গন্ধখানি
শীতল বাতাস, গাছের ছায়া
কতকাল গায় মাখিনি
ওই বাদা বন
সবুজ কানন
তালের সারি, খেঁজুর খানি
কলমী লতায়, কচুর পাতায়
কতকাল জল দেখিনি
ওই পাড়া গাঁ
রাখাল বালক
গরুর বাথান, গোয়াল খানি
দুধের বাঁটে, রসের ঘটে
কতকাল মুখ রাখিনি
ওই যে বৃষ্টি
মত্ত পাগল
কাদা জলে ছপ-ছপানি
বল পায়ে সব নতুন জলে
কতকাল সুখ মাখিনি
ওই যে বুড়ো
বুড়ি ঠাকুরাণ
কাকা-জ্যাঠার চোখ রাঙানি
রাঙা কাকিমার ভালবাসা
কতকাল আর পায়নি।