কেন ফোটে আকাশে আলো ,কেন নক্ষত্রের শোভা
কেন সূর্য দিগন্তের জ্যোতি
আর কেন চাঁদে জোৎস্নার আভা
কেন বৃষ্টিতে সোঁদা গন্ধ ,বাতাসে ভরপুর
কেন শিশির কাঁদে ঘাসে
কেন শিউলির ঝরা সুখ
কেন ওড়ে প্রজাপতি ,রঙিন রঙিন পাখা
কেন দোয়েল কোকিল গায় গান
মধুর সুর মাখা
কেন নয়ন হয় সতেজ ,ছায়া বনানীর সবুজ
কেন মনের প্রশান্তি নামে
প্রকৃতির কোলে অবুঝ
তবু নেইনা বুক ভরে ,মাটির সোঁদা ঘ্রান
মুখ বুঝে আজ রয়েছি
ভুলেছি মমতা টান
জেনেও অবুঝ দুপায়ে মাড়াই ,বুটের নিচে ঘাস
মরণশীল জেনেও করি
নিজেদের সর্বনাশ !
-----------------------------------------