মন কে ভালো রাখতে শরীর বিকিয়েছি আজ,
তোমায় হারিয়ে হাজার পেয়েছি আজ।
হয়ত ভালোবাসা পায়নি এখনও খোজে,
তাতে কি, শরীর তো সুখী,
তাই মন নিয়েছে সব মুখ বুজে।
হাজার শরীরে এখনও খুঁজি তোমার সেই গন্ধখানি,
তবুও খুঁজি, বারেবারে খুঁজি, পাবো না যদিও জানি।
হাজার বাহুর আলিঙ্গনে, সেই উষ্নতা কই?
তোর দুই বাহুর মাঝে পেতাম যেটা সেই।
দমবন্ধ হচ্ছে আমার সবার সাথে শুয়ে,
মনকে ভালো রাখতে দিচ্ছি নিজেয় বিকিয়ে।
তবুও বলব, ভালো থাকিস, সুখে থাকিস তুই,
এবার যেন হাজার ছেড়ে, মরণ খাটে শুই।