তোমার দেওয়া প্রথম গোলাপ
রেখেছি যত্নে
বাবার চোখকে, দাদার হাতকে
ফাকিঁ দিয়ে, বই'য়ের মধ্যে।
তুমি যখন দূরে থাকো
বার করি সেটা
একে একে পিছিয়ে পরে
স্মৃ্তির এই মনটা।
দুপুর বেলা ছাদে ওঠা,
সেখান থেকে তোমায় দেখা
তোমার এক ইশারাতেই
ছুটে গিয়ে তোমায় পাওয়া।
চোখের জলে ঝাপসা সে সব
তবুও দেখি মনেই,
ফেলে দিলেও পারিনা
গোলাপ রাখি তুলেই।
শুকিয়ে গেছে পাপড়ি গুলি
মুছরে গেছে সব
তবুও যেন কিযে প্রেম
গুছিয়ে রাখি সব।
গন্ধ এখন ছড়ায় না সে
তবুও চাপি নাকি
বাবা, দাদা পাবে না আভাস
থাকে বই'য়ের মাঝে।
অনেক কিছুই দিয়েছিলে
সবই গেছে মুছে
তবুও যেন ভুলতে নারি
প্রথ্ম গোলাপ'টাকে।
শেষ যে দিন এসেছিলে
সঙ্গে ছিল একরাশ
তবুও তারা পাইনি আমার
মনের এক্ধার।
জানি তুমি সুখি হবে
নতুন প্রিয়া নিয়ে
তবুও তোমায় ভালোবেসে যাব
এই শুকনো গোলাপ দিয়ে।
যে'দিন তুমি শুনতে পাবে
আমি আর নেই
তোমার কাছে একটা চাওয়া
সেই'দিন সেই প্রথ্ম গো্লাপ চাই