গরীব ঘরে জন্ম মোর
ভাঙ্গা ঘরেই লালন পালন,
কন্যা বলে তিরসকার আর
লাঞ্চনা'তেই কাটাইছি জীবন।
বলতে পার এ সবের পিছে
আমার কী দোষ?
ফুট্পাতের ওই পাঠ্শালাতে
অ আ শিখে শিক্ষা নিলাম,
পয়সা নেই তাই তো আমি
অল্প শিখেই খান্ত দিলাম।
ছেড়া বই আর ভাঙ্গা স্লেট
বলতে পার............... আমার কী দোষ?
পারার ছেলে আমায় নিয়ে
নানান রকম কুৎসা রটায়,
বাবুর বাড়ি ঝি খাটি তাই
অন্য সবাই ছি ছি দেয়।
গরীব ঘরে জন্ম নিয়ে
বলতে পার ......... আমার কী দোষ?
ছেঁড়া বস্ত্রে লাজ ঢাকি মুই
তবুও যেন কলঙ্ক মোর সই,
ছেঁড়া বস্ত্রে ও সবাই তাকায়
তাতেও যদি কিছু দেখা যায়।
তবুও আমি শত চেস্টা করি
ভেবে পাই না ......আমার কী দোষ?
গরীব হয়েও জন্ম নিয়ে
ভগবান সেই পেট সঙ্গে দিলেই
পেটের অন্ন জোগার করতে
এঁটো থালাই ধুঁই।
তাতেও যেন পেট ভরে না
ভুখা পেটেই শুই......... কাকে দেব দোষ?
স্বপ্ন ছিল স্বামীর সাথে
পাতবো এক নতুন জীবন,
গরীব ঘরে জন্ম নিছি
কোথায় পাই পণ।
সব কিছু তাই মেনে নিয়েই
ভাগ্য কে দিই দোষ।
গরীব বলে বঞ্চি্ত হই
পাই না অধিকার
অশিক্ষিত, ছোটো লোক তকমা পাই
করলে চিৎকার।
সব কিছুই মেনে নিতে হয়
গরীব আমি............ এটাই দোষ আমার।