আজ এক পঁচিশ বছরের যুবকের
মৃ্তদেহ পাওয়া গেছে ঝুলন্ত ঘরেতে,
শত শত মানুষের সাথে পুলিশও এসেছিল
আত্মহত্যাই- নেই কোন সন্দেহ তাতে,
তাই প্রশ্নই নেই-------------------- খুনী কে?
সবাই দেখছে, কেউ বা কাঁদছে
কেউ স্মৃ্তির নানান পাতা উল্টাছে,
কালও যখন বেঁচে ছিল
কেউ ডাকেনি, বসাইনি কাছে
একবার জিজ্ঞায়নি ............'ভালো আছে সে'?
শিক্ষিত, পড়াশোনায় ভালোই ছিল
তবুও কি যে হল জীবনে হেরে গেছে
পারেনি জোটাতে এখনও চাকুরী
তবে কি গলদ ছিল তার শিক্ষাতে?
বেকার জীবন যে কি অভিশপ্ত
বুঝে ছিল সে তা পদে পদে,
ঘরে ছিল বাবার খোটা
ছাড়েনি দেখ পাড়া পড়শীতে।
তবুও খোজ হবে না............... খুনী কে?
প্রেমিকাও অপেক্ষা করে করে
চলে গেছে অন্যের হাত ধরে
বুকে কত ব্যথা নিয়ে একবারও
দোষারোপ করেনি তাকে গিয়ে
জানত দোষ তার, .........'প্রেমের খুনি সে'?
চাকুরীর জন্য কত ঘুরেছে
সবার থেকে হতাশা পেয়েছে,
দেশ, নেতা, সমাজ কেউ, কেউ
আসেনি দাঁড়াতে পাশে।
এখনও খোঁজে না ............. কেন আত্মহাত্যী সে?
চেয়েছিল এই সভ্যসমাজে, সভ্য মানুষের মতো
মাথা তুলে বাঁচতে,
কিন্তু, এখনও পায়নি অধিকার
যে খুঁজে দেবে..................... খুনী কে?