চলে গেছ তবু, মনে পরে সব
এই ভেবে বেঁচে আছি, স্মৃ্তি টুকু থাক।
তোমার কলমখানি আজও কাছে রাখি
সোনার পেনের চেয়েও এটি বেশী দামী।
মনে পরে তোমার সেই নিজ হাতে ফুল গড়া
আমার রুমালেতে সুতো দিয়ে কাজ করা।
সেটাও যত্নেতে রেখেছি পকেটে পুরে
সেটি যেন আজও আছে আমার হৃ্দয় জুড়ে।
তোমার প্রিয় ফুল, শোয়ার ঘরেতে আজও
শোভা পায় ফুলদানিতে এখনও।
মনে পরে রোজ বিকাল হলেই পরে
নিজ হাতে ফুল তুলে , দিয়ে যেতে মোর ঘরে।
তোমার সেই গুনগুন, আজও বাজে কানে মোর
পিছে ফিরে আজও তাকাই, শুনে চুড়ির স্বর।
দক্ষিন জানালাটা আজও রাখি খোলা যে
তোমার সুগন্ধ আজও ভাসে বাতাসে।
মনে ভাবি এই বুঝি 'ওগো' বলে ডাক দেবে
পিছন ভিরে দেখি, কোন খানে নাই সে।
অলস ভাবে বসে এই শুধু ভাবি সব
এই ভেবে বেঁচে আছি, শুধু স্মৃ্তি টুকু থাক।