আমায় তুমি নাম দিয়েছো, আমায় ডাকো বেশ্যা।
অপরের সাথে শুলাম বলে , আমি হলাম নষ্টা।।
তুই তো নাকি মহান মানুষ, তুই তো নাকি পুরুষ।
হাজার সাথে শোয়ার জন্য, তুই কি সেই মানুষ?
তুই শুলে পুরুষ্যত্ব বাড়ে, আমি শু'লে চরিত্রহীন।
তোর কি একার যৌবন আছে, আমি কী যৌনহীন।
দ্রৌপদী পাঁচ জনের সাথে শুয়েও যদি হয় সতী,
আমায় কেন বেশ্যা ডাকিস, কেন বলিস কতী।।
শত'র সাথে শোয়ার জন্য , হেথায় হোথায় ঘুরিস তুই,
দেখ'না কেমন আমিও এবার সবার সাথে শুই।।