(বিশ্ব বরেণ্য কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধায়)
মূলধারায় পথচলাটা বেশ সোজা।
চিরকালের চেনা জানা জনপ্রিয় পথে;
কৃতকার্য হওয়ার সম্ভাবনাও বেশ জোরালো।
পরীক্ষামূলক সমান্তরালে
বড়ো কঠিন নির্জন এক ভিন্নপথ
পদে পদে ভয়, পথ হারিয়ে তলিয়ে যাবার!
নীল আকাশের নীচে আমার ভুবন
ভুবন সোম সেই পথেরই পদাতিক একজন।