কল্পনাতেও
কারো গায়ে সামান্য ছ্যাঁকা দেওয়ার স্পর্ধাটুকু দেখাতে পারলো না
ম্যাড়ম্যাড়ে চাঁদের আলো।

এসো
স্নিগ্ধ সূর্যের নরম আলোয় পিঠ দিয়ে বসে
নলেন গুড়ের সন্দেশ খাই।

ভাল আর মন্দের
লড়াইটা চলছে... চিরটাকাল
শুধু, সংজ্ঞাটা বদল হয়ে যায় সময়ের রকমফেরে।