আঘাতের উত্তর একটাই;
প্রত্যাঘাত!  
তবু, আহতের রক্তপথে
কেমন করে যে
ভালোবাসা নেমে আসে; প্রত্যুত্তরে!  

হে মহামানব,
শুভদিনে, এটুকুই শুধু প্রার্থনা-    
  
শক্তি দিও;
আঘাত সইতে পারার  

শক্তি দিও;
প্রত্যুত্তরে-
আঘাতকারীকেও ভালোবাসা ফিরিয়ে দেবার