শুনলাম, আজ নাকি সমুদ্র উত্তাল হবে
খুবই স্বাভাবিক। যা যাচ্ছে ওর ওপর দিয়ে ঝড়ঝাপটা; একের পর এক...

হাজার হোক নিষ্প্রাণ জড় তো সে,
মুখ বুজে আর কাঁহাতক সহ্য করবে
বশ্যতায় অভ্যস্ত সজীব গৃহপালিতের মতো-

বলপূর্বক আদায় করা যায়; বশ্যতার ভীতিভক্তি

ভক্তিরও তফাৎ; কিঞ্চিৎ
কোনোটা লোকদেখানো দায় সারা যান্ত্রিক
কোনোটার উৎসমুখ কায়মনোবাক্যে আন্তরিক