আমার কষ্ট; আমার দীর্ঘশ্বাস
বাঁধভাঙা উচ্ছ্বাসে তোমার উন্মত্ত উল্লাস
প্রাপ্তি বলতে যন্ত্রণা শুধুই
দীর্ঘশ্বাস ছাড়া আর অবশিষ্ট নেই কিছুই
আবর্জনায় সার হবে তবু
অসার জীবন আমার; জঞ্জালে ভরে শুধু
বুকের অভিমান জমে জমে
পৃথিবীর তাপ বেড়ে চলেছে ক্রমে ক্রমে