সাম্রাজ্য বিস্তারের হাজারো কৌশল
উপনিবেশ তৈরির নানান ফন্দি ফিকির!
কখনো সরাসরি জোর করে চাপিয়ে
কখনো বা কৌশলের ঘুর পথে
শুধু জমি নয়!
জবরদখল হয়ে যায় মুখের ভাষা, বুকের সংস্কৃতি
জলাভূমিতে মাটির কৌশলী অনুপ্রবেশ;
জমিচরিত্র পাল্টে, স্থলভাগের সীমানা বেড়ে চলে
মুখ বুজে মেনে নেয় না, জলও!
সশব্দ প্রতিবাদ তার বিধ্বংসী প্লাবনে!
শেষমেশ দূষিত জলে শ্বাস আটকে গেলে
মাছেরাও প্রতিবাদ করে, ঘাই মেরে!
শব্দেরা কবে আর প্রতিবাদ করবে? ভাষার শরীর জুড়ে!