(আসরের সবার প্রিয় কবি লক্ষ্মণ ভাণ্ডারী, সম্মাননা প্রদান করে চলেছেন আসরের সহকবিদের নিয়ে। তাঁর কাব্যিক উপস্থাপনায় আমরা সবাই মুগ্ধ । আসরের সবার পক্ষ থেকে তাঁকেও জানাই এই সামান্য প্রীতি উপহার- আজকের কবিতায়।)        
            
কে? কে তুমি অবিশ্বাসী?
আঘাত করো বারেবারে, মোর অন্তরে!
অনাস্থা হানো “ভালোবাসায়।”  
দেখে যাও, আজিকার
সুরের কবি সাজিয়েছেন তাঁর; ডালি মনোহর  
সুরের ঝর্ণায়।  
আমি অতি দীন এক
তবু, আমারো লাগি প্রাণ কাঁদে তাঁর-
ভালোবাসা বিছায়ে বিছায়ে সবুজ আছে এখনো
পৃথিবীর মাটি, অজয়ের পাড়... কবির অন্তর।  
আসরের যত কবি, যত গুণীজন  
শোনো সবে মন দিয়া, শোনো দিয়া মন
নিরন্তর  গাহিছেন গান মনোরম
প্রিয় তিনি মিষ্টভাষী ভাণ্ডারী লক্ষ্মণ।