জানি মা উমা
বিদায়ের এ ক্ষণ
বিচ্ছেদের এ সময় বড়ো বেদনার
তবুও যে উঠতেই হয় এবার
পথ দেখাবে বলে নীলকণ্ঠ
দোরগোড়ায়; অনেকক্ষণ অপেক্ষায়-
পথও বড়ো কম নয়
দিনমণি অস্তাচলে
বেলা যে পড়ে এল! সন্ধ্যে হয় হয়
মা রে! আবার আসিস
ভালো থাকিস
আর হ্যাঁ, একটা কথা
আপোষহীন থাকিস এমন করে-অন্যায়ের বিরুদ্ধে
শুধু মানিয়ে নিস একটু; দরিদ্র স্বামীর দারিদ্র্যে