শুধু, ইচ্ছে থাকলেই তো আর উপায় হয় না। উদ্যোগ লাগে!
উদ্যোগের ডানায় ভর করেই তো
মাটির পুরু বর্ম ভেদ করা!
পৃথিবীর আলোর স্পর্শে বীজ হাসে চারাগাছ হয়ে
কেবল ইচ্ছেতেই কি মিলন হতো আমাদের!
পরস্পরের হাতটা না বাড়ালে!
হাতে হাত ধরে পথ চলার হল শুরু...
মিলিত যখন হতে পেরেছি! সম্মিলন হবেই হবে!