ছুটির দিন
বেলা এগারোটা অবধি ঘুমোনোর শর্তহীন স্বাধীনতা
দুপুরে আলু দিয়ে মাটনের ঝোল
তার আগে,শুধু দু কাপ চা-মারি বিস্কুট দিয়ে
আবার ভাতঘুমে যাবার আগে-
টিভিতে দক্ষিনী সিনেমার হিন্দি ভারসান
অ্যাডের সময়, চ্যানেল ঘুরিয়ে সেনাবাহিনীর কুচকাওয়াজ
ঘুম ফেরত সন্ধ্যেয়-মুড়ি তেলেভাজা আর চা
নিশ্চিন্তে-নিরুদ্বেগে-নির্ভাবনায় উদযাপন,বছরের তিপ্পান্নতম রবিবার।