যে পাহাড়চূড়ো আর সবাইকে ডিঙিয়ে
একেবারে সব্বার মাথায়
যার পায়ের তলাতেই,
আকাশের মেঘের দলও
সার দিয়ে মাথা নিচু করে বসে-
বৃষ্টি হয়, তার মাথাতেও; ঝমঝমিয়ে!
মাটির অহংকার সবসময় মাটি ছাড়িয়ে
মাথার ওপরের আকাশকেই পায়ের তলায় দলতে চায়!
আকাশ উদার বলেই কাউকে ফেরায় না
সব্বাইকেই ভেজায়; সমানভাবে...