শুধু, তেতো বিষ নয় স্বাদে-
দেখতেও কুনোব্যাঙের মতো বিচ্ছিরি
ভালোবাসা আসবে কোত্থেকে, উচ্ছের প্রতি!
ভালোবাসা হুড়মুড় করে চলে আসে
রূপের চওড়া সড়কপথে
চেষ্টা করেও; আটকানো যায় না কোনমতে
গুণের পথ অনেক বাধার
বড়ো অনিশ্চয়
পদে পদে পরীক্ষা দিতে হয়।