খটাখট আওয়াজে
গমগম করতো অফিস পাড়া,
জমজমাট আদালত চত্বরে
টাইপরাইটার তখন,
একচ্ছত্র একাধিপত্যে অপ্রতিদ্বন্দ্বী সর্বাধিনায়ক

সময়
কতো প্রচলিতকে অপ্রচলিত করে দিয়েছে

সময়ের এ প্রত্যাখ্যান মাথায় বয়ে
কতো গতিশীল
হয়েছে স্থবির, অযান্ত্রিক
ধুলো পড়া পুরু আস্তরণের নীচে চাপা পড়ে
বিবর্ণ হলুদ হয়েছে; কতো সবুজ সজীব-
বিস্মৃতির অন্তরালে বাতিল,অদৃশ্য হয়েছে
কতো চলমান দৃশ্যমান-

প্রত্যাখ্যানের এ আখ্যান কোনো নতুন নয়

সময়ের ধর্ম এটাই,
মেয়াদ শেষে প্রসঙ্গ বদলায়
বদলেছে সে প্রসঙ্গ, বারবার-

বলি বটে, সময়
তবে ঠিক সময় নয়-
ফুরিয়ে যাওয়া প্রয়োজনই, প্রসঙ্গ বদলায়
প্রাসঙ্গিক হয়ে ওঠে ভিন্ন প্রসঙ্গে

আর,অনাবশ্যক অপ্রয়োজন; প্র-সঙ্গহীন অপ্রাসঙ্গিক হয়ে ওঠে, ক্রমে-