পুড়ে খাক হচ্ছে সব, দুপুরের ঠা ঠা ঝাঁজে
মস্ত শিউলি গাছটা শুধু, চকচক করছে
উঁচু ডালে পাতার মাঝে একটুখানি অন্ধকার
টুনটুনিটা মহা ব্যস্ত পাতা দুটি জুড়বার
স্কুল ছুটি। বাবা অফিস। মা ঘুমায় ঘরে
তোতন বসে ছবি আঁকে; আর, দেখে তারে
ছোট্ট ঠোঁটে জোগাড় করে খড়কুটো আর তুলো
পাতা জুড়ে শিঙাড়ার মতো খোপ তৈরি করলো
খোপের মাঝে টুনটুনিমা ডিমের জন্ম দিল
ডিম থেকে ছানা হতে বেশ ক’দিন গেলো
খিদের চোটে কচি ছানা মিহি সুরে ডাকে
তাদের মুখে খাবার দিতে বেরুতে হয় মাকে
ওঁত পেতে ছিল হুলো; ছানা খাবার জন্যে!
সুযোগ বুঝে ঝাঁপ দিল বাসার মাঝখানে
ছোট্ট ছানা প্রাণের ভয়ে গলা ফাটায় জোরে
তাড়া করল তোতন তাকে; থাকতে না পেরে!
সাহসে খোকার বেঁচে গেল কচি তাজা প্রাণ
নাড়িয়ে পাখা টুনটুনিমা জানায় প্রণাম!