প্রকৃতিতে সমানাধিকার-
আর, তাইতো
সব রঙ কেমন মিলেমিশে একাকার
রামধনুর বুকে!
বৃক্ষ, লতা, তৃণ, গুল্ম, কেমন জড়াজড়ি করে
অরণ্যের গর্ভে!
কোকিলের ‘কুহু’ স্বরে যখন আকাশ বাতাস মুখরিত
তখনও তো চড়ুই, শালিকের কিচির মিচির!
আর, ক্ষমতাবান মানুষ-
গড়ে তোলে সাদা কালোর ভেদাভেদ; উঁচু নিচুর সীমারেখা
সবল, সজোরে চুপ করিয়ে রাখে দুর্বলকে
ভাষা খুঁজে পায় না অন্তহীন শোষণ আর সীমাহীন বঞ্চনা
নিপীড়িত মুখ, মুখ বুজে চুপচাপ সয়ে যায়;
বয়ে যায় নীরবে বোবা জলধারা পৃথিবীর বুকে
আর, তাইতো বারবার...
শোষণের কথা ফুটে ওঠে তাঁর ব্যারিটোনে
হাজারো প্রতিকূল পার করে;
অসমতার বাঁধ ভেঙে গেয়ে ওঠে তাঁর কণ্ঠ; সাম্যের জয়গানে
জীবনের সংগ্রাম আজও তাই
আশ্রয় খুঁজে নেয় সুরে সুরে, -“ওল ম্যান রিভার।”