নামকরণের কারণ অনেক। তবু, তার মধ্যে কোনো একটা কারণ বড়ো হয়ে মাথা দোলায়। দ্যুতি ছড়ায়, সিংহাসন আলো করে। তবে, যে মাটির ধান,যে খনির আকরিক,তাকে সেই নামে ডাকতে ভালোবাসি, আমরা। "ত্রিপুর কাঞ্চন" তাই, সেই ধারাবাহিকতার সফল সোনার ফসল-
আমাদের সবার প্রিয় "বাংলা কবিতা ডটকমের" আয়োজনে ত্রিপুরার আগরতলা প্রেস ক্লাবে "বাংলা কবিতা আন্তর্জাতিক কাব্য বাসর ও কবি সম্মিলন,২০২৩" অনুষ্ঠিত হয়ে গেল, ১৩ই আগস্ট ২০২৩ তারিখে।
এতো উৎসাহ, এতো উদ্দীপনা, আবেগের এমন স্বতঃস্ফুর্ত বহিঃপ্রকাশ, বাহুল্যের এমন জাঁকজমক, সাজসজ্জার এমন সার্বজনীন উৎসব আবহ দেখিনি, আগে!
খুব স্বাভাবিকভাবেই, এই সম্মিলনকে স্মরণীয় করে ধরে রাখতে, সোনার মোড়কে বাঁধিয়ে রাখতে আমাদের স্মারকগ্রন্থ "ত্রিপুর কাঞ্চন"। আদ্যন্ত পরিপাটি করে সাজানো,ঝকঝকে বাঁধানো,স্মার্ট লুকের এই স্মরণিকায় রয়েছে, চুয়ান্নটি মনোরম কবিতা এবং দুটি মূল্যবান প্রবন্ধ। আর শুভেচ্ছাবার্তা নামকরণে রয়েছে দুটি অসামান্য রচনা,যা কিনা আমাদের দিশারীর বার্তার পাশাপাশি অনন্য সাহিত্য গুণে গুণান্বিত। আর একটি উৎকৃষ্ট রচনা সংযোজিত হয়েছে, যা কিনা সন্ধান দেবে "বাংলা কবিতা ডটকমের" উৎস ও প্রবাহের সুদীর্ঘ পরিশ্রমের সফল ইতিহাস।
পরিশ্রমী আয়োজনের স্বপ্নদেখা কখনো থেমে থাকতে পারে না। তাই তো "ত্রিপুর কাঞ্চন" তার চিরস্থায়ী কাঞ্চন বর্ণে "অসীম পথের মাইলফলক" হয়ে রইলো-