যত পরিশ্রম তত উন্নতি
তবু, গেদে লোকালে উঠে তো আর, দিল্লী যাওয়া যায় না!
এটা সত্যি যে, পাখা থাকলেই ওড়া যায়
তা বলে কি আর, আরশোলার ডানায় ভর করে
সুনীল আকাশের সাধ মেটে!
তাই তো, স্বপ্নেরও একটা জমি থাকা চাই
এত বড়ো আকাশেরও একটা সীমা আছে
আসলে, সীমায় আবদ্ধ আমরা সবাই
তবে, পরিশ্রমের কোন বিকল্প নেই। আর
সাফল্যের, কোন মন্ত্র হয় না।