সারাদিন অনেকের সঙ্গে - অনেক গল্পের পরেও
গল্প বলার – শোনার অভাব থাকে
তোর জন্যে-
অনেক সুখ, অনেক ব্যথা সওয়ার পরেও
সুখদুখের কথা শেষ হয় না
তোর জন্যে-
চলতে চলতে পায়ে খিল ধরলেও
চলতে ইচ্ছে করে আরও অনেকদূর
তোর জন্যে-
খেতে খেতে পেট ভরে গেলেও
শেষ পাতের চাঁচিটুকুর মতো খাওয়াটা সম্পূর্ণ হয়
তোর জন্যে-
কোনো কারণ লাগে না ঝগড়ার
বিনা কারণেই ভাব হয়ে যায়
তোর জন্যে-